২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

সড়কদ্বীপ

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বিভিন্ন মহাসড়ক বা শহর-বন্দরে রাস্তার মাঝখানে একধরনের দ্বিখণ্ডক দেখে থাকবে। একে বলে সড়কদ্বীপ। অপর নাম রাস্তা-দ্বিখণ্ডক। রাস্তার বিপরীতমুখী পথচারী ও যানবাহন নিয়ন্ত্রণ বা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য এগুলো তৈরি করা হয়। সকড়দ্বীপ কী দিয়ে তৈরি করা হয়? ইট, বালি, ব্লক বা কংক্রিট দিয়ে। কোনোটিতে আবার লোহার বেড়াও লাগানো হয়। প্রশস্ত সড়কদ্বীপের মাঝখানে বিভিন্ন ধরনের বাহারি উদ্ভিদও দেখা যায়। এ বার ছবি দেখো।
Ñইমরুল হাসান


আরো সংবাদ



premium cement