০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা জংলি হাতি

-


ছোট্ট বন্ধুরা,
তোমরা সাধারণত চিড়িয়াখানায় পোষা হাতি দেখে থাকো। কেউ কেউ হয়তো হাতির পিঠেও উঠে থাকবে। বন্যহাতি দেখেছ কি? বন্যহাতির অপর নাম জংলি হাতি বা বুনোহাতি। বন্যহাতি শান্তশিষ্ট নয়, ভয়ঙ্কর। এ হাতির আক্রমণে প্রতি বছর কিছু মানুষ মারা যায়। ফসলেরও ক্ষতি হয়। পোষা হাতি মানুষের বন্ধু। এটি মাল টানে। বাহন হিসেবেও এ হাতি ব্যবহার করা যায়। হাতির দাঁত মূল্যবান। প্রাচীন ও মধ্যযুগে যুদ্ধে হাতি ব্যবহার করা হতো।


আরো সংবাদ



premium cement