২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


কে কী কেন কিভাবে

বিশ্বসম্পদ বাগ-ই এরাম

-

আজ তোমরা জানবে বাগ-ই এরাম সম্পর্কে । এটি একটি
বিশাল উদ্যান। বাগ-ই এরাম অর্থ স্বর্গের বাগান।
লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্
ইরানিদের তৈরী বিভিন্ন উদ্যান ও স্থাপনা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে করেছে মোহিত ও বিস্মিত। এগুলোর একটি বাগ-ই এরাম। এটি একটি বিশাল উদ্যান।
ইরানি জাতির সৌন্দর্যপ্রীতি সারা বিশ্বে প্রশংসিত।
বাগ-ই এরাম অর্থ স্বর্গের বাগান। এর সৌন্দর্য আর নান্দনিক আকর্ষণই একে বেহেশত বা স্বর্গের সদৃশ করেছে। ইরানের এ ঐতিহাসিক উদ্যানের অবস্থান সিরাজ নগরে। কুশ্ক্ নদীর বাম তীরে এর অবস্থান। সুন্দর ফুল, নির্মল হাওয়া আর দৃষ্টিনন্দন সাইপ্রেস বৃক্ষ উদ্যানের প্রধান পর্যটক-আকর্ষণ। সাইপ্রেসকে ইরানিরা বলে সার্ভ-ই নাজ। উদ্যানের অভ্যন্তরে স্থাপিত দু’টি মুক্ত স্থাপনা বা ভবন একে করেছে আরো বৈশিষ্ট্যমণ্ডিত, যেন সে রূপকথার ভুবনমোহিনী কোনো পরী।
বাগ-ই এরাম প্রতিষ্ঠিত হয় ১৮ শতকে। বিভিন্ন রাজবংশের আমলে এটি সংস্কার ও উন্নয়ন করা হয়। বর্তমানে এটি সিরাজ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। আসলে এটি বিশ্বসম্পদ; দুনিয়ার অনেক মানুষেরই এ বাগানের প্রতি আকর্ষণ দেখা যায়।
ইন্টারনেট


আরো সংবাদ



premium cement