২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জানা-অজানা

-

গাজর কেন খাবে
ছোট্ট বন্ধুরা,
গাজর শীতের গুণসম্পন্ন একটি সবজি। বর্তমানে এটি সারা বছরই পাওয়া যায়। এটি মূলজ সবজি।
গাজর খুবই পুষ্টিকর ও উপকারী। এতে রয়েছে আমিষ, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন ‘এ’, লোহা, ফসফরাস, ফ্যাট, পটাশিয়াম, নিকোটিনিক এসিড, থায়ামিন ও আঁশ।
গাজর শরীরের রঙ উজ্জ্বল করে আর বাড়ায় মুখের সৌন্দর্য। এতে শরীরের ওজনও বাড়ে। এবার ছবি দেখো। আঁকবে নাকি? কখন? অবসরে। মনে রেখো, গাজরের বীজ ও মূল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এ সম্পর্কে জানবে আগামী দিন।
Ñ ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement