২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জানা-অজানা সৌরকলঙ্ক

-

বন্ধুরা
তোমরা সূর্য সম্পর্কে ভালোই জানো। যদি সূর্য দেখা কোনো যন্ত্র দিয়ে সূর্যের দিকে তাকানো যায়, তাহলে সূর্যের বুকে কিছু কালো কালো দাগ দেখা যায়। এগুলোকেই বলে সৌরকলঙ্ক বা সানস্পট। বিজ্ঞানীরা বলেন, সূর্যের বুকে কোনো অঞ্চলে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার ফলেই এসব দাগের সৃষ্টি হয়। এর বুকে তৈরি হয় এক ধরনের চৌম্বক ক্ষেত্র। ফলে সূর্যের কেন্দ্রস্থলে তৈরি হওয়া তীব্র উত্তাপ সূর্যের পৃষ্ঠে আসতে বাধাগ্রস্ত হয়। এ জন্য তাপ কমে যায়। এ পর্যন্ত সূর্যের বুকে অসংখ্য সৌরকলঙ্ক
দেখা গেছে। জানা যায়,


কোনো কোনো সৌরকলঙ্কের আয়তন ১০ হাজার বর্গকিলোমিটারেরও বেশি। সৌরকলঙ্কের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এবং এগুলো সূর্যের কোনো স্থায়ী বিষয়ও নয়। সূর্যের আবর্তনের সাথে সাথে এগুলোও হয় পরিবর্তিত। প্রতি ১১ বছরকে ধরা হয় সূর্যের আবর্তন বছর। এ সময় পরপর সৌরকলঙ্ক অবশ্যই পরিবর্তিত হয়। সাধারণত সৌরকলঙ্ক জোড়ায় জোড়ায় পরস্পর বিপরীত চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে। প্রতি সৌরচক্রের পর সৌরকলঙ্কেরও অবস্থান যায় বদলে। যেমন, কোনো সৌরকলঙ্ক যদি এক সৌরচক্রে সূর্যের উত্তর মেরুতে থাকে, তবে পরের সৌরচক্রে থাকে দক্ষিণ মেরুতে। এ জন্য মহাশূন্যের আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটে।
এবার ছবি দেখো।

 


আরো সংবাদ



premium cement