২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
জা পা নে র রূ প ক থা

জিব কাটা ময়না

-

(গত দিনের পর)
‘হায় কপাল আমার, এত বোকা মানুষও আছে দুনিয়ায়! কোন পাগলে বড় বাক্সটি রেখে ছোটটি নিয়ে আসে? ময়নার কাছ থেকে উপহার নিতে নাকি লজ্জা তার। এমন কথাও শুনতে হলো আমাকে। হায় খোদা, এখন আমি কী করি?’ ছটফট করতে থাকে বুড়ি।
বুড়ি ফের বলতে শুরু করে, ‘তুমি একবারও কি চিন্তা করে দেখেছ, আমার কী ক্ষতিটাই না করলে তুমি? এর চেয়ে কয়েক গুণ বেশি সোনাদানার মালিক থাকতাম আমি এখন। নিশ্চিত তুমি একটা বুড়ো বোকা। আহারে, কী কপালটাই না করেছি আমি!’ বুড়ি হায় আফসোস করতে করতে অবশেষে বিছানায় গিয়ে পড়ে। আফসোস আর দুঃখে বকবক করতে করতে এক সময় ঘুমিয়ে যায় বুড়ি।
এ দিকে বুড়ো এখন ভাবছে, ‘কেন যে ছাই বুড়িকে সব কিছু খুলে বলতে গেলাম। উল্টো এখন আমাকেই গালি শুনতে হচ্ছে। কী দরকার ছিল বলার। এই লোভী বুড়িটার আরো সোনাদানা চাই। কী হবে এত সোনাদানা দিয়ে? উহ, এখন বুড়িকে থামাই কিভাবে। যে কথা একবার মুখ থেকে বেড়িয়ে গেছে, সে কথা তো আর ফিরিয়ে আনা যায় না। কে বোঝাবে বুড়িকে?
(চলবে)

 


আরো সংবাদ



premium cement