২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় খুশি মাহমুদউল্লাহ

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় খুশি মাহমুদউল্লাহ - ছবি : এএফপি

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানের লাহোরে অবস্থান করছে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা তিনটায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। তার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে ছিলেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে তিনি কথা বলেছেন পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

চারধারে গিজগিজ করা পাকিস্তান সেনাবাহিনী সদস্য, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পুলিশ, সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করে ক্রিকেটারদের মাঠে নিয়ে যাওয়া, হোটেলে-স্টেডিয়ামে এমন নিরাপত্তা বলয় নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘এই ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে আমরা ঠিক অভ্যস্ত নই। তবে চারধারে এত তোড়জোড় দেখে ভালোই লাগছে। দেখে মনে হচ্ছে পাকিস্তান আমাদের সম্ভাব্য সেরা নিরাপত্তা ব্যবস্থাই প্রদান করেছে। আমি এই নিরাপত্তা ব্যবস্থা দেখে খুশি।’

তবে পাকিস্তানে শুধু ক্রিকেটকে ফোকাস করতে চান মাহমুদউল্লাহ। অন্য কোনো বিষয় মাথায় নিতে চাননা। তাই নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানি এক গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেছেন,‘আমরা যখন পাকিস্তানে রওয়ানা দেয়ার জন্য বিমানে উঠেছি, তখন থেকেই নিরাপত্তার চিন্তা বাদ দিয়েছি। এখন আমাদের সামনের ফোকাস শুধু মাঠের ক্রিকেট এবং সেখানে ভালো ক্রিকেট খেলা। এই সিরিজে আমরা ভালো কিছু করে দেখাতে চাই। আমরা পাকিস্তানে এখন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসেছি। পরেরবার যখন আবার আসব তখন না হয় এসব বিষয় নিয়ে আলোচনার সুযোগ থাকবে। তখন বলতে পারব এখানে এতদিন পরে খেলতে এসে কেমন লেগেছিল। তবে বর্তমান সময়ে আমরা শুধু সিরিজের তিনটি টি-টোয়েন্টি নিয়েই ভাবছি। ভালো ক্রিকেট খেলা এবং পাকিস্তানকে হারানো নিয়েই এখন ভাবছি শুধু।’

টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান এই ফরমেটের নাম্বার ওয়ান দল। আর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯ নম্বরে। ১ নম্বরের সঙ্গে ৯ নম্বরের লড়াই!

কেমন যেন শুরুর আগে প্রতিদ্বন্দ্বিহীনতার একটা আবহ ছড়াচ্ছে কি? বাংলাদেশ অধিনায়কের স্পষ্ট জবাব- ‘আমি র‌্যাঙ্কিং বা রেটিং নিয়েও খুব একটা বেশি কিছু ভাবি না। এসব নিয়ে বেশি ভাবলেই সেটা উল্টো বরং আপনার খেলায় বাজে প্রভাব খেলতে পারে। আমরা জানি পাকিস্তান টি-টোয়েন্টিতে বেশ ভালো দল। ধারাবাহিকভাবে তারা টি-টোয়েন্টিতে ভালো খেলে। এই কারণেই তারা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে এই ফরমেটের ক্রিকেটে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেও আপনি ভালো বলবেন। আমরা এই পাকিস্তানেও এখন সেই ভালো পারফরম্যান্স দেখাতে চাই। আমার দল এখানে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত হয়েই এসেছে। আশায় আছি, আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’

এই সফর থেকে মুশফিক নিজেকে সরিয়ে নিয়েছে। মুশফিকের অভিজ্ঞতা মিস করবেন বলে জানিয়ে মাহমুদউল্লাহ বললেন- ‘মুশফিক না আসায় হয়তো তার জায়গায় কোনো তরুণ খেললে সেটা সেই তরুণের জন্য নিজেকে প্রমাণের বড় একটা সুযোগ হতে পারে। বিপিএলে ভালো পারফরম্যান্স দেখানো তরুণ ক্রিকেটাররা এই সিরিজে নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পাবে। তামিম, মুস্তাফিজ, শফিউলের মতো অভিজ্ঞদের সাথে দলের এই তরুণ ক্রিকেটারদের মিশ্রণটা হয়েছে বেশ। সুখের বিষয়টা হলো দলের তরুণ ক্রিকেটারদের মধ্যেও ভালো কিছু করে দেখানোর একটা ক্ষিদে দেখেছি আমি।’


আরো সংবাদ



premium cement