২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তান রওনার আগে যা বলে গেলেন ক্রিকেটাররা

পাকিস্তান রওনার আগে যা বলে গেলেন ক্রিকেটাররা - ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল বুধবার রাত আটটায় ঢাকা বিমান্দর ত্যাগ করেছেন। আলোচিত এই সফর শুরুর আগে স্বপ্ন ও সম্ভাবনার কথা জানিয়েছেন টাইগার দলের সদস্যরা।

রাসেল ডমিঙ্গো, কোচ
‘আমরা জিততে চাই। আমরা জিততে চাই।’

আকরাম খান, বিসিবি পরিচালক
‘সব সফরেই চ্যালেঞ্জ থাকে। সব সময় বাংলাদেশ ভালো খেলতে চায়। আমরাও চাই দল ভালো খেলুক। মানসিকভাবে তৈরি হতে এবার অনেক কম সময় পেয়েছে ক্রিকেটাররা। পাকিস্তানে ক্রিকেটের জন্য দারুণ পরিবেশ আছে। (আগে) আমরা অনেক ক্রিকেট খেলেছি সেখানে। দল হিসেবে খেললে ভালো করব আশা করি।’

সৌম্য সরকার, ক্রিকেটার
‘হ্যাঁ, অবশ্যই দায়িত্ব নিয়ে আমাকে খেলতে হবে। যে দায়িত্ব থাকবে, সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। চেষ্টা করব শত ভাগ দিতে। কোনো টেনশন কাজ করছে না। চিন্তা করলে এটা বাড়বেই। তাই চিন্তা করছি না।’

মোহাম্মদ মিঠুন, ক্রিকেটার
‘প্রতিটা ম্যাচ জেতার লক্ষ্যে খেলব। সিরিজ জেতার চেষ্টা করব। আর দলের জন্য যা দরকার তা করার চেষ্টা করব।’

শফিউল ইসলাম, ক্রিকেটার
‘কোনো টেনশন নেই (পাকিস্তান সফর নিয়ে)। (ক্রিকেট) বোর্ড আমাদের বুঝেশুনেই পাঠাচ্ছে। ভালো খেলে দেশে ফিরতে চাই।’


আরো সংবাদ



premium cement