৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস

- ছবি : নয়া দিগন্ত

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় দিন রয়েছে দুটি ম্যাচ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে যেতে চায় ঢাকা ও রাজশাহী ।

শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, লরি ইভান্স, তামিম ইকবাল, আসিফ আলি ও ওয়াহাব রিয়াজদের নিয়ে বিপিএলের অন্যতম শাক্তিশালী দল ঢাকা প্লাটুন।

অন্য দিকে রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নেওয়াজ, ফরহাদ রেজা ও লিটন দাসদের নিয়ে রাজশহী রয়্যালস। তবে শক্তির দিক থেকে ঢাকা কিছুটা এগিয়ে থাকছে রাজশাহীর তুলনায়।

ঢাকা প্লাটুন দল : মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মোমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলি অনিক, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শাহিদ আফ্রিদি।

রাজশাহী রয়্যালস দল : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান।


আরো সংবাদ



premium cement