২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মাঠে নেমেই সেঞ্চুরি করলেন রোহিত

- ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস করতে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার স্বাদ নিলেন তিনি।

রোহিতের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে একশ ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড় পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এখন অবধি ১১১ ম্যাচ খেলেছেন মালিক। ব্যাট হাতে ২২৬৩ রান ও বল হাতে ২৮ উইকেট শিকার করেছেন মালিক। আর বৃহস্পতিবার ম্যাচের আগের রোহিতের পরিসংখ্যান ২৪৫২ রান ও ১ উইকেট। আজকে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে পাকিস্তানের সাবেক দলপতি শহিদ আফ্রিদিকেও পেছনে ফেললেন রোহিত। আফ্রিদি ৯৯টি টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৪১৫ রান ও বল হাতে ৯৮টি উইকেট শিকার করেছেন আফ্রিদি। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয়স্থানে রয়েছেন আফ্রিদি।

রোহিতের পর ভারতের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৯৮ ম্যাচে ১৬১৭ রান করেছেন ধোনি।

টি-টোয়েন্টিতে ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
শোয়েব মালিক (পাকিস্তান) ১১১ ২২৬৩ ২৮
রোহিত শর্মা (ভারত) ১০০* ২৪৫২ ১
শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৯৯ ১৪১৬ ৯৮
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ৯৮ ১৬১৭ —
রস টেইলর (নিউজিল্যান্ড) ৯৩ ১৭২৬ —

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement