২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সেই আমিরকে নিয়ে এমন সংশয়

সেই আমিরকে নিয়ে এমন সংশয় - ছবি : সংগ্রহ

আমির যখন ক্রিকেট জগতে প্রথম পা রাখে, অনেক কিংবদন্তী তার স্বদেশী সাবেক গ্রেট বোলার ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা করেন। কিন্তু সেই ওয়াসিম আকরাম কিংবদন্তীদেরও টপকিয়ে বলেছিলেন, ‘আমির আমার থেকেও ভালো মানের বোলার হবে এবং আমি দেখছি, সে পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক।’

কিন্তু সম্প্রতি মোহাম্মদ আমিরের পারফরম্যান্সের অবস্থা এতই নাজুক যে, আসন্ন ২০১৯ বিশ্বকাপে তাকে দলে রাখা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সম্প্রতি সামা টিভির এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির সম্পর্কে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সারফরাজ আহমেদ বলেন, ‘ওর বোলিংয়ের ভেরিয়েশন আগের মতো নেই। গতিও কমেছে অনেক। আমির বিশ্বকাপে থাকবে কি-না, আমি জানি না।’

সারফরাজ বলেন, ‘যখন আপনার প্রধান বোলার নিয়মিত উইকেট নিতে পারবে না, তখন অধিনায়কের জন্য তা অবশ্যই চিন্তার বিষয়। কোচ মিকি আর্থার সব সময়ই আমিরকে সমর্থন দিয়ে এসেছে; কিন্তু বিশ্বকাপে আমিরকে দলে নিতে আর্থারকে দ্বিতীয়বার ভাবতে হবে।’

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজি আমিরকে শুধু প্রথম ম্যাচে খেলানো হয়। বাজে ফর্মের কারনো বাকি চার ম্যাচে মূল একাদশে তার জায়গা হয়নি। শেষ নয়টি সিরিজে ১৪ ম্যাচে আমির ছিলেন উইকেট শূন্য।

পাক অধিনায়ক বলেন, ‘আমির বিগ ম্যাচের বোলার। পাকিস্তান টি-টোয়েন্টি বিশ^কাপ এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রপি জয়ের পেছনে আমিরের অনেক বড় ভূমিকা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমির ভালো বোলিং করছে; কিন্তু উইকেট পাচ্ছে না। তার বোলিং খারাপ হচ্ছে, তা বলা যাবে না। সে টি-টোয়েন্টিতে নিয়মিত উইকেট পাচ্ছে। ৫০ ওভারের খেলায় আপনাকে তিন স্পেলে বল করতে হবে, তাই ওয়ানডেতে আমিরকে আরো মনোযোগী হতে হবে।’

বিশ্বকাপ উপলক্ষ্যে আগামী ১৮ এপ্রিল চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে পাকিস্তানের। সেই সিরিজে আমিরকে সুযোগ দেয়া হতে পারে। শেষবারের মতো আমিরকে যাচাই করা হবে বলে জানান, অধিনায়ক সারফরাজ আহমেদ।

সর্বশেষ ২০১৫ সালের বিশ্বকাপে স্পট ফিক্সিয়ের নিষেধাজ্ঞায় থাকার কারণে আমিরের খেলা হয়নি। ২০১৯ সালের বিশ্বকাপে নিষেধাজ্ঞা নেই; কিন্তু যোগ হয়েছে অফ ফর্ম। এতেই দেখা দিয়েছে দলে আমিরকে রাখা নিয়ে সংশয়।

 


আরো সংবাদ



premium cement