২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আনলাকিতে লাকি ইভান্স

লোরি ইভান্স - সংগৃহিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে প্রথম সেঞ্চুরি হাকালেন রাজশাহী কিংসের ইংল্যান্ডের খেলোয়াড় লোরি ইভান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে অপরাজিত ১০৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন ইভান্স। বিপিএলের ইতিহাসে ১৩তম সেঞ্চুরি হাঁকিয়ে, আনলাকিতে লাকি হলেন ইভান্স।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখে শুনে খেলেন ওপেনার ইভান্স। চার-ছক্কা হাঁকিয়ে ৪০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর কুমিল্লার বোলারদের সামনে ভয়ঙ্কর রুপ নেন ইভান্স। ৬১তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অর্থাৎ দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করতে মাত্র ২১ বল মোকাবেলা করেছেন। শেষ পর্যন্ত নয়টি চার ও ছয়টি ছক্কায় ৬২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন ইভান্স।

ইংল্যান্ডের হয়ে এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি ইভান্স। তবে কাউন্টি ক্রিকেটসহ অন্যান্য ঘরোয়া আসরে বেশ পরিচিত ও জনপ্রিয় এক খেলোয়াড় তিনি। ইংলিশ কাউন্টি ডারহাম, সারে, মেরিলবোর্ন, ওয়ারউইকশায়ারের মত দলগুলোতে খেলেছেন ইভান্স। ১০৭টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

১৬টি হাফ-সেঞ্চুরিতে ২১৪৬ রান করেছেন ৩১ বছর বয়সী ইভান্স। এক শ’র উপর ম্যাচ খেলেও এর আগে সেঞ্চুরির দেখা পাননি তিনি। অবশেষে ঢাকার মাটিতে সেঞ্চুরির স্বাদ নিতে পারলেন ডান-হাতি এই ব্যাটসম্যান।


আরো সংবাদ



premium cement