২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মায়ের জন্য রাজশাহীর আজকের ম্যাচ

মায়ের জার্সি হাতে মিরাজরা - সংগৃহীত

এমন উদ্যোগ আগে কেউ কখনো নিয়েছে কিনা জানা নাই। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে এমনটা হয়নি, যা হতে যাচ্ছে বিপিএলে। প্রিয় মা'কে উৎসর্গ করে অনেক কিছুই করা হয়েছে। কিন্তু কোনো ম্যাচে মায়ের নামে জার্সি পড়ে, মাকে উৎসর্গ করা হয়নি। আজ সেটিই করবে রাজশাহী কিংস। মায়ের নামে জার্সি পরেই দুপুর দেড়টায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে তারা।

এ উদ্যোগে রোমাঞ্চিত রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বলেছেন, 'এই ধরণের কিছু প্রথমবার হতে যাচ্ছে আমার জীবনে। মায়ের জন্য কিছু করতে পারা অবশ্যই আমাদের জন্য স্পেশাল। আমরা এই ম্যাচটি জিতে আমাদের মা'কে উৎসর্গ করতে চাই।'

রাজশাহী ফ্রাঞ্চাইজি এ ব্যাপারে জানিয়েছে, বিশেষ কোনো উপলক্ষ নয়। প্রতিটি ছেলে কিংবা মেয়ের জীবনে মায়ের গুরুত্ব এবং অবদানের কৃতজ্ঞতা প্রকাশে বিশেষ উপলক্ষর দরকার পড়ে না বলেই মনে করছে তারা।

কোচ ল্যান্স ক্লুসনার বলেন, 'আমার মা আমার জীবনের স্পেশাল একজন মানুষ। আমাকে যদি প্রথম কেউ জিজ্ঞেস করে দিন কেমন যাচ্ছে, সেটা আমার মা। আমি তার সাথে প্রতিদিন কথা বলি। আমরা প্রায়ই মাকে ভুলে যাই, আশেপাশের লোকদের নিয়ে চিন্তা করি। আমি সবাইকে বলব, প্রতিদিন কমপক্ষে একবার মায়ের সাথে কথা বলুন এবং আপনার জন্য তিনি যা করেছেন তার কদর করুন।'

রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল বলেন, 'মায়েরা লাখো মানুষের অনুপ্রেরণা। কিংসও এর বাইরে নয়। আমরা এমন উদ্যোগ নিয়েছি জাতির সত্যিকারের মেরুদণ্ডকে শ্রদ্ধা জানাতে।'


আরো সংবাদ



premium cement