২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

একাই ১০ উইকেট

বল করছেন রাজকুমার - সংগৃহীত

টেস্টে এক ইনিংসে অথবা এক দিনে ১০ উইকেট নেয়ার নজির রয়েছে। শুধু তাই নয়, ওয়ানডে'তেও ১০ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে।

এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি রয়েছে স্বয়ং ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলের। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এই কীর্তি গড়েছিলেন তিনি। এরপর লিমিটেড ওভারের ক্রিকেটে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েছেন নেপালের বাঁ হাতি ফাস্ট বোলার মেহবুব আলম। পূর্ব আফ্রিকার একটি ক্রিকেট খেলিয়ে দেশ মোজাম্বিকের বিরুদ্ধে ১২ রান দিয়ে ১০ উইকেট তুলে নিয়েছিলেন এই বোলার। দলটি অলআউট হয়েছিল মাত্র ১৯ রানেই। ২০০৮ সালের ওই ম্যাচের পর আইসিসি স্বীকৃত কোনো ক্রিকেট ম্যাচেই আর এই ধরনের ঘটনার উদাহরণ এখনও নেই।

তবে ঘরোয়া ক্রিকেটে আরো একধাপ এগিয়ে রইলেন ভারতের অনুর্ধ্ব-১৯ দলের রেক্স রাজকুমার সিং। মঙ্গলবার কোচবিহার ট্রফিতে ৯.৫ ওভারেই প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিলেন মনিপুরের এই বাঁ-হাতি ফাস্ট বোলার। ফলে অরুনাচল প্রদেশ দল গুটিয়ে যায় মাত্র ৩৬ রানেই।

রাজকুমারের এই ১০ উইকেটের মধ্যে পাঁচটি বোল্ড, তার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিকও। দ্বিতীয় ইনিংসেও অরুনাচল প্রদেশের ৫ উইকেট তুলে নিয়েছেন এই তরুণ পেসার।


আরো সংবাদ



premium cement