২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভাঙলো সাকিব-মাহমুদুল্লাহ জুটিও

-

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের তালমিলে ভিত্তিটা মজবুত হয়েছিল বাংলাদেশের। এই জুটি ১১১ রানের পার্টনারশিপ গড়ে। তবে এ জুটির ভাঙনের পর রানের গতি ধীর হয়ে পড়েছিল। তামিমের পর সাজঘরে ফিরে গিয়েছিলেন মুশফিকও। তবে সাকিব আর মাহমুদুল্লাহ জুটি গড়ে আবারো রানের গতি বাড়িয়েছিল। কিন্তু দলীয় ১৯৩ রানে এ জুটির ভাঙন ধরান রোভম্যান পাওয়েল। ৩০ রানে সাজঘরে ফেরান মাহমুদুল্লাহকে।

এখন ক্রিজে এসেছেন সৌম্য সরকার। সঙ্গী হয়েছেন সাকিবের (৩৫)।

বাংলাদেশের সংগ্রহ এখন ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান।

এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুতেই পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ওপেনার লিটন দাস। এর পর ইমরুল ক্রিজে এলেও শূন্য হাতে ফিরেন। তবে মুশফিক ক্রিজে এসে তামিমের সাথে দুর্দান্ত জুটি গড়ে দলকে অনেক দূর এগিয়ে নেন।

শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার এই দ্বিতীয় ওয়ানডেটি শুরু হয় দুপুর ১টায়।

আজ বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে টাইগাররা।

তবে ওয়েস্ট ইন্ডিজ একটি পরিবর্তন এনেছে। কাইরন পাওয়েলের পরিবর্তে মাঠে নামিয়েছে চন্দরপল হেমরাজ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মতুর্জা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, রস্টোন টেজ, সাই হোপ, সিমরন হেটমিয়ার, কেমার রচ, কেমো পল ও ওসানে থমাস।


আরো সংবাদ



premium cement