২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


অভিষেকেই আগ্রাসী খালেদ

খালেদ আহমেদ - ক্রিকইনফো

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে অভিষেক হয়েছে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পেসার খালেদ আহমেদের। অভিষেকেই আগ্রাসী ছিলেন এই তরুণ ডান-হাতি পেসার। কোনো রানই তুলতে পারেননি স্ট্রাইকে থাকা জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা। প্রথম ওভারই মেডেন।

দ্বিতীয় ওভারেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। কোনো রান নিতে পারেননি ব্যাটসম্যান।

তবে খালেদের তৃতীয় ওভারে দুই রান নিয়েছেন মাসাকাদজা ও চারি।

তিন ওভার শেষে খালেদের বোলিং ফিগার ৩-২-২। তিন ওভারে দুটি মেডেন, দিয়েছেন দুই রান। এক কথায়, চমৎকার বোলিং।

ঘরোয়া ক্রিকেটেও আগ্রাসী খালেদ। প্রথম শ্রেণীর ২০টি ম্যাচে ৪৮ উইকেট শিকার করেছেন এই পেসার। ইনিংসে তার সেরা বোলিং ফিগার ৫৪ রানে পাঁচ উইকেট। ১৩৯ রান খরচায় ১০ উইকেট শিকার করে ম্যাচের সেরা হয়েছেন। সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে পাঁচ ইনিংসে ২৯৬ রানে ১১ উইকেট শিকার করেছেন তিনি। এবারের আসরে দু’বার পাঁচ ও একবার ১০ উইকেট নিয়েছেন খালেদ।


আরো সংবাদ



premium cement