০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


স্নিগ্ধতায় ভরা এক সেঞ্চুরি

-

শুরু থেকেই শান্ত-ধীর লয়েই ব্যাট চালাচ্ছিলেন মুশফিকুর রহিম। সেই ধারাবাহিকতা এখনো ধরে রেখেছেন। নার্ভাস নাইন্টিনে এসেও মাথা ঠাণ্ডা রেখেছেন তিনি। এক, এক করে রান তুলে অবশেষে পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক। ১৮৭ বলে আট বাউন্ডারি দিয়ে সাজানো এই শতক।

এর আগে ১০০ বলে ৫০ করেন মুশফিক। সেখানে চারটি বাউন্ডারি মেরেছিলেন।

সেঞ্চুরি হাঁকানোর পর ক্রিকইনফোর ধারাভাষ্যকাররা মুশফিককে প্রশংসায় ভাসাচ্ছেন। একজন বললেন, 'কঠিন সময়ে স্পঞ্জের মতো সব চাপ শুষে নিয়ে ব্যাট করেছেন। সেঞ্চুরির তো তিনিই যোগ্য দাবিদার।'

এর আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক। দেড় শ' বলে সেঞ্চুরি করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। দুর্দান্ত এই শতক তিনি সাজিয়েছেন ১২ বাউন্ডারিতে।


আরো সংবাদ



premium cement