৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


মাঠেই লুটিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার

মাঠেই লুটিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার - ছবি : সংগৃহীত

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বল করার সময় চোট পেলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া৷ যন্ত্রণায় এতটাই কাবু ছিলেন হার্দিক, নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না৷ শেষমেশ স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাকে৷

ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বল করার পরেই কোমরে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হার্দিক৷ দুবাইয়ের গরমে ক্রিকেটারদের মাংসপেশীতে টান ধরা অস্বাভাবিক কিছু নয়৷ তবে এক্ষেত্রে খিঁচ লেগে থাকতে পারে পান্ডিয়ার৷

ভারতীয় ফিজিও মাঠে আসার আগেই ধোনি-রোহিতরা পান্ডিয়ার শুশ্রুষায় হাত লাগান৷ এগিয়ে আসেন পাকিস্তান ব্যাটসম্যানরাও৷ বেশ কিছুক্ষণ ধরে মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে পান্ডিয়ার৷ পরে স্ট্রেচার ডাকা হয় মাঠে৷ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ভারতীয় অলরাউন্ডার৷

চোট পেয়ে মাঠ ছাড়ার আগে একই স্পেলে ৪.৫ ওভার বল করেন হার্দিক৷ ২৪ রান খরচ করেও কোনো উইকেট তুলতে পারেননি তিনি৷ যদিও ইনিংসের ১৬ তম ওভারের শেষ বলে উইকেট তুলে নিতে পারতেন পান্ডিয়া৷ উইকেটের পিছনে ধোনি শোয়েব মালিকের ক্যাচ ছাড়ায় সে যাত্রায় আর উইকেট তুলে নেয়া হয়নি তার৷

পান্ডিয়া মাঠ ছাড়ার পর ১৮তম ওভারের শেষ বলটি করেন আম্বাতি রায়াড়ু৷ কোনো রান খরচ করেননি তিনি৷

১৬২ রানেই গুটিয়ে গেল পাকিস্তান
ভারতের বিপক্ষে মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। চলমান এশিয়া কাপে আবু ধাবিতে এ’গ্রুপের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দি ভারতের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু চিরপ্রতিদ্বন্দি ভারতের বোলিং তোপে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩ দশমিক এক ওভারে ১৬২ রান পর্যন্ত করতে সক্ষম হয় পাকিস্তান।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন বাবর আজম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক। শেষ দিকে ফাহিম আশরাফের ২১ ও বোলার মোহাম্মদ আমিরের অপরাজিত ১৮ রানের সুবাদে দেড়শ রানের কোটা পাড় করতে সক্ষম হয় আইসিসি চ্যাম্পিয়ন পাকিস্তান।

ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া জসপ্রিত বুমরাহ শিকার করেন দুই উইকেট।

ভারতের সাথে ম্যাচ নিয়ে চিন্তিত মাশরাফি

বৃহস্পতিবার আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই গ্রুপ থেকে আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ফলে সুপার ফোর নিশ্চিত হয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামলেও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চিন্তিত অন্য কারণে। ঠিক তার পরের দিন শুক্রবারেই যে ভারতের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে!

শুরু থেকেই প্রশ্ন উঠেছিল সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ার সাথে কতটা মানিয়ে নিতে পারবে বাংলাদেশ দল। অত্যধিক গরমের পাশাপাশি যোগ হয়েছে আবুধাবি থেকে দুবাইয়ের দূরত্ব। তার চেয়েও বড় ব্যাপার, শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে খেলার পরের দিনই আরেক শক্তিশালী দল ভারতের বিপক্ষে নামতে হবে বাংলাদেশকে। এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘পরপর দুদিন বোলিং করা কষ্টকর। তবে বোলিং তো করতেই হবে। কিন্তু আমি চিন্তিত পরপর দুদিন দুটি ম্যাচ নিয়ে। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে গুরুত্ব কম, ব্যাপারটি এমন নয়। তবে সুপার ফোরের প্রথম ম্যাচ একটু কঠিন হবে।’


আরো সংবাদ



premium cement