২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দেশের বাজারে নকিয়ার নতুন ৭ ফোন

-

দেশে এক সাথে সাতটি নকিয়া ফোন উন্মোচন করেছে এইএমডি গ্লোবাল। নতুন ফোনগুলোর মধ্যে রয়েছে দু’টি স্মার্টফোন, চারটি ফিচার ফোন ও একটি ফ্লিপ ফোন। গত বুধবার ঢাকার একটি রেস্টুরেন্টে ফোনগুলোর উদ্বোধন করেন এইচএমডি গ্লোবালের প্যান এশিয়া হেড রাভি কুনওয়ার। মাঝারি বাজেটের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন দুটি হচ্ছে নকিয়া ৭.২ এবং ৬.২। দুটিতেই থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। নকিয়া ৭.২ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৪৮ মেগাপিক্সেল ক্ষমতার জেইস অপটিক্স। আর নকিয়া ৬.২ মডেলটিতে রয়েছে পিওর ডিসপ্লে স্ক্রিন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রিত তিন ক্যামেরার সেটআপ। দু’টি ফোনই দুই দিনের ব্যাটারি লাইফ দেবে। স্মার্টফোন দু’টি অক্টোবরের মাঝামাঝিতে দেশে পাওয়া যাবে। নকিয়া ১০৫ মডেলের ফোনটির দাম এক সিম সংস্করণ এক হাজার ৩৯৯ টাকা। নকিয়া ২২০ মডেলের ফোরজি এলটিই সুবিধা সংবলিত ফোনটির দাম ৩৯৯৯ টাকা। স্পোর্টস সংস্করণের নকিয়া ৮০০ টাফ ফোনটির দাম ১০ হাজার ২৫০ টাকা। নকিয়া ১১০ মডেলের ফোনটির দাম দুই হাজার ৯৯ টাকা। ফ্লিপ ফোন নকিয়া ২৭২০ মডেলের ফোনটির দাম ৯ হাজার ৫০০ টাকা।


আরো সংবাদ



premium cement