২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রমজানে নগদ-এর ‘ঈদ বোনাস’

-

পুরো রমজানজুড়ে প্রতিটি ডিজিটাল কেওয়াইসি নিবন্ধন এবং প্রতি ঘণ্টায় অ্যাকাউন্টে ক্যাশ-ইনের জন্য আকর্ষণীয় বোনাস প্রদানের ঘোষণা করেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ঈদের আগেই নগদ গ্রাহকদের ঈদের বোনাসের স্বাদ পাইয়ে দিতে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ক্যাশ-ইন করা গ্রাহক পেয়ে যাবেন ৫০০০ টাকা বোনাস। এ ক্ষেত্রে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ক্যাশ-ইনের সংখ্যা একাধিক হলে প্রথম ক্যাশ-ইন করা গ্রাহক পাবেন এই বোনাস।
আর প্রতিদিন সর্বোচ্চ ক্যাশ-ইন করা গ্রাহক দিনশেষে পেয়ে যাবেন ২৫০০০ টাকার বোনাস। এ ক্ষেত্রেও একাধিক গ্রাহক সর্বোচ্চ ক্যাশ-ইন করলে দিনের প্রথম সর্বোচ্চ ক্যাশ-ইন করা গ্রাহক পেয়ে যাবেন এই বোনাসের অর্থ। এ ছাড়া, ঈদের বোনাস হিসেবে নগদ ডিজিটাল কেওয়াইসি সেবার মাধ্যমে নিজে থেকে নিবন্ধন আর ক্যাশ-ইনের ক্ষেত্রে বোনাস দেবে ‘নগদ’। একজন গ্রাহক ‘নগদ’ মোবাইল অ্যাপে নিজ থেকে গ্রাহক নিবন্ধন সম্পন্ন করলেই পাবেন ২০ টাকা বোনাস। আর নিজে নিজেই খোলা এই নতুন অ্যাকাউন্টে পুরো রমজান মাসজুড়েই ১০০০ টাকা বা তার বেশি পরিমাণ অর্থের ক্যাশ-ইনের ক্ষেত্রে প্রতিটি ক্যাশ-ইনের জন্য ৩০টাকা করে বোনাস পৌঁছে যাবে গ্রাহকের হিসাবে। এই ঈদ অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। Ñবিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement