২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
নগর হোমসের সুপারভাইজারকে কারাদণ্ড

এডিস মশার লার্ভা নিধনে ডিএসসিসির অভিযান অব্যাহত

-

রিয়েল এস্টেট কোম্পানি ‘নগর হোমস’-এর ধানমন্ডি ১২/এ নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা দণি সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ‘নগর হোমসের’ নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ওই কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। কিন্তু নগর হোমস কর্তৃপ জরিমানা আদায় না করায় কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ডিএসসিসি জানিয়েছে, গতকাল তাদের পাঁচটি অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোট ১৪১টি বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকটি বাড়ি মালিককে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ধানমন্ডিতে অভিযান পরিচালনাকালে ১২/এ সড়কের ৫৩ নং হোল্ডিংয়ে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনি এদিন ১৫ ও ২০ নং ওয়ার্ডের ধানমন্ডি ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার ৩০টি বাড়িতে অভিযান চালান। একইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলি আজিমপুর এলাকার ৩০টি বাড়ি, ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন বায়তুল মোকাররম, জাতীয় ক্রীড়া পরিষদ এবং স্টেডিয়াম এলাকার দোকানপাটসহ পুরো এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ৩১টি হোল্ডিং পরিদর্শন করেন। এছাড়া অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান সদরঘাট এলাকার ১০টি বাড়ি পরিদর্শন করেন। ম্যাজিস্ট্রেট সোনিয়া যাত্রাবাড়ী এলাকার ৩১টি বাড়ি পরিদর্শন করে ৪ বাড়ির মালিককে সাত হাজার টাকা জরিমানা করেন।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী

সকল