২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

-

নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলে গতকাল সকালে নগর ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কাউন্সিলর চৌধুরী মুরাদ বিপ্লব, এ এইচ এম সোহেল, সংরতি ওয়ার্ডের কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, জেসমিন পারভিন জেসি, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারসহ করপোরেশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিকে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর নেতৃত্বে চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ(সিবিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ড সচিব ফোরাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশন কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ(সিবিএ)-এর সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রতন দে, কোষাধ্য তারেক সুলতান, প্রচার সম্পাদক রতন শীল, ওয়ার্ড সচিব ফোরামের সভাপতি মো: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক তারেক সুলতান এবং সিটি করপোরেশন কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল আযম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন আঞ্চলিক অফিস, ওয়ার্ড কার্যালয়, হাসপাতালসহ শিাপ্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা, চট্টগ্রাম সিটি করপোরেশনের পতাকা অর্ধনমিতকরণ, কালোব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় শোক দিবস উপলে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নগরীর বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের অর্ধ শতাধিক বিজয়ী শিার্থীকে পুরস্কৃত করা হয়।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল