০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামে মাদক ও নগদ টাকাসহ মা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে মাদক ও নগদ টাকাসহ মা-ছেলে গ্রেপ্তার - ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন মতির্ঝনা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির ৫ লাখ ৬৭ হাজার নগদ টাকাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- হোসনেয়ারা বেগম (৪৫) এবং তার ছেলে মো. সুমন (২০)।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল মতিঝর্ণার আব্দুল মালেক মিয়ার বাড়িতে এ অভিযান চালায়।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ৫০৫টি ইয়াবা ট্যাবলেট, প্রায় সাড়ে তিন কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬৬ হাজার ৯৬০ টাকা।

এছাড়া উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে লালখানবাজার মতিঝর্ণার একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মা-ছেলেকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে তা বিক্রি করার কথা তারা স্বীকার করেছে।

হোসনেয়ারা বেগমের বিরুদ্ধে খুলশী থানায় ৫টি এবং তার ছেলে সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।

মা ও ছেলের বিরুদ্ধে খুলশী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল