০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


গরু চুরির সময় ৪ ভাইবোনসহ ৫ জনকে গণধোলাই

-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সিএনজি অটোরিকশায় গৃহস্থের একটি ছোট আকারের ষাড় নিয়ে যাওয়ার সময় ২ মহিলাসহ ৫ গরু চোরকে গণধোলাই দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গণধোলাইয়ের শিকার একই পরিবারের চার ভাইবোনসহ ৫ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এসময় ষাড়সহ সিএনজি অটোরিক্সাকে জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে প্রথমে চন্দনাইশ ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

গণধোলাইয়ের শিকার ব্যক্তি ও মহিলারা হলো আনোয়ারা উপজেলার ছাত্তারহাট এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে জুনাইদ (১৮), মো. আরমান (২২), বোন ডেইজী (২৯),ও রুজিনা আক্তার (২০) এবং  দিনাজপুরের সাইদুর রহমান (৪৮)। এদরে মধ্যে পুরুঘ তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি কার হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় উপজেলার হাশিমপুর নাছির মোহাম্মদ পাড়ায় এই গণধোলাইর ঘটনা ঘটলে শুক্রবার  ষাড়ের মালিক বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। হাশিমপুর ৪ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য সামসুল আলম জানান, সংঘবদ্ধ গরুচোর চক্রটি একই ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডের আলী শাহ্ মাজার এলাকার গৃহস্ত বাসেদের ষাড়টি সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যাওয়ার সময় নাছির মোহাম্মদ পাড়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা তাদের ধরে গণধোলাই দেয় । পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া উপ-পুলিশ পরিদর্শক বাবুল রাতেই গণধোলাইর বিষয়টি নিশ্চিত করেন।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী পাঁচজনকে গণধোলাই ও মামলা দায়ের হওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement