০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


কুমিল্লায় ‘চোর’ সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

- নয়া দিগন্ত

কুমিল্লার তিতাসে ‘চোর’ সন্দেহে শাহরিয়ার (৩৩) নামে এক যুবক উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ওই উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত এসডু মিয়ার ছেলে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো.আহসানুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাতে নিহত শাহরিয়ার দড়িকান্দি গ্রামের মো সুমন মিয়া নামের এক প্রবাস ফেরত লোকের খামারে গরু চুরি করতে যায়। তখন এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এক পর্যায়ে শাহরিয়ার অবস্থা বেগতিক দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এক পর্যায়ে শাহরিয়ার পানি খেতে চায়, পানি পান করার পরপরই সে মারা যায়।

এলাকাবাসী বরাতে পুলিশ জানায়, শাহরিয়ার একজন খন্ডকালীন আনসার সদস্য। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ছিল।

ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement