১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


নবীনগরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তিনজন আটক

- ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রাম থেকে বিদেশী রিভলভার, গুলি ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার ভোরে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন, ওই এলাকার মৃত আব্দুল মান্নান ওরফে ফিরোজ আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু(৩৬), মোঃ কাশেম মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯) ও মোঃ স্বপন মিয়ার ছেলে মোঃ সাদেক ওরফে অপু(২২)।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত মোঃ জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু মাদকের পাইকারি ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে আগেও একটি অস্ত্র মামলা রয়েছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ড্রাম বাবু বাড়ি থেকে একটি বিদেশি রিভালবার, তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির আড়াই হাজার টাকা জব্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের নবীনগর থানায় পুলিশের কাছে সোর্পদ করার পর এই ঘটনায় নবীনগর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার্স ইনচার্জ রনোজিত রায়।

সংবাদ সম্মেলনে ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ ছাড়াও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কালীগঞ্জে আম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু ‘নুসুক’ কার্ডধারী ছাড়া অন্য কারো মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ নিষিদ্ধ বোলারদের নৈপুণ্যে কষ্টার্জিত জয় বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে : মোবারক হোসাইন নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমির সম্মেলন অনুষ্ঠিত তারা আহম্মকের স্বর্গে বাস করেন : শাহজাহান খান অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি : পররাষ্ট্রমন্ত্রী রাণীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু

সকল