২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার - নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের কমলনগরে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মাইন উদ্দিন মানু (৪৬) নামে ওই ব্যক্তি ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

বুধবার দিবাগত রাতে উপজেলার চরকদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে ডাকাতদের দু’টি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মানু ওই এলাকার সুলতান আহাম্মদের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন জানান, ‘বুধবার রাত সোয়া ২টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার মতলব মাঝির পরিত্যাক্ত বাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতদল মানু গ্রুপের সাথে নেছার গ্রুপের গোলাগুলি চলছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়লে ডাকাতরা সীমান্তবর্তী রামগতির চরকলাকোপা এলাকার দিকে পালিয়ে যায়। এ সময় মানু ডাকাতকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানুকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, ‘ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহত মানুর বিরুদ্ধে রামগতি, কমলনগর ও লক্ষ্মীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সালের একটি ডাকাতিসহ হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।’

ওসি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


আরো সংবাদ



premium cement