০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


জামিনে মুক্ত মিরসরাই বিএনপির ১২ নেতা

জামিনে মুক্তির পর বিএনপি নেতারা - নয়া দিগন্ত

জামিনে মুক্তি পেয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, যুগ্ম-আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ ১২ নেতা। দীর্ঘ দুই মাস ১৫দিন কারাভোগের পর সোমবার জামিন পেয়ে চট্টগ্রাম কারাগার থেকে বের হন ৬ নেতা। এর আগে জামিনে মুক্তি পান আরো ৬জন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর চট্টগ্রাম শহরের হোটেল সফিনা থেকে তাদের আটক করে কোতয়ালী থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতার প্রস্তুতির একটি মামলা দায়ের করা হয়। পরে মিরসরাই থানা থেকে আরো একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। উভয় মামলায় জামিন লাভের পর ১২ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে মিরসরাই থানার আরেকটি মামলা গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীরা হলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, যুগ্ম-আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল হক বাহার, আব্দুর রহিম বাবলু, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, যুবদল নেতা শাওন, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন।

এর আগে জামিন পান মিরসরাই পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন, যুবদল নেতা মাঈন উদ্দিন মনি, মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা নুর নবী করিম বাবলু, যুবদল নেতা জাফর আহমদ।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক এস.এম হারুন বলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ঢাকায় থাকেন, তিনি চট্টগ্রামে এলে হোটেল সফিনায় উঠেন। গত ২৩ অক্টোবর তিনি হোটেলে থাকায় নেতাকর্মীরা তার সাথে দেখা করতে গিয়েছিলেন। পুলিশ কোনো কারণ ছাড়াই হোটেল থেকে তাদের আটক করে মামলা দেয়। পরে মিরসরাই থানা থেকে আরো দুটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। অবশেষে সব মামলায় জামিন লাভের পর তাঁরা মুক্ত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিতে ৬ জনকে কুপিয়ে জখম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবনতি হচ্ছে কেন

সকল