২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আসাদ উল্লাহ জনতা ব্যাংকের নতুন পরিচালক

-

মোহাম্মদ আসাদ উল্লাহ সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকের দায়িত্ব পালন করেন। আসাদ উল্লাহ ১৯৭৯ সালে অর্থ মন্ত্রণালয়ে সহকারী সচিব (সিভিল সার্ভিস ক্যাডার) হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিসে জুনিয়র প্রফেশনাল অফিসার হিসেবে যোগদান করেন। ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন দেশে যেমন ইয়েমেন, শ্রীলঙ্কা, ভারত, জর্দান, ইরাক, তুরস্ক, ইরান, কেনিয়া, সোমালিয়া, আফগানিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ভিয়েনা, সুইজারল্যান্ডে জাতিসঙ্ঘের চারটি এজেন্সি (ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউএনডিসিপি, ইউএনওপিএস)-এর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলদেশে ইউএনডিসিপি’র কান্ট্রি কো-অর্ডিনেটর ছিলেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্র থেকে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে গ্রাজুয়েশন শেষে তিনি ব্রানফোর্ড হল ইনস্টিটিউট এ ইনস্ট্রাকটর হিসেবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে সম্মান এবং ১৯৭৭ সালে উন্নয়ন অর্থনীতিতে স্নœাতকোত্তর ডিগ্রি অর্জন এবং দেশে-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement