০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ইসলামী ব্যাংককে চট্টগ্রাম চেম্বারের অভিনন্দন

-

শিল্পায়ন, ব্যবসাবাণিজ্যের প্রসার ও উচ্চ আয়ের দেশে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রথম ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক আগামী ১ জুলাই থেকে বিনিয়োগে মুনাফার হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। পাশাপাশি তিনি এই দৃষ্টান্ত অনুসরণ করে দেশের অন্যান্য ব্যাংকের প্রতিও সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার আহ্বান জানান। ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি চেম্বার সভাপতি আন্তরিক ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বলিষ্ঠ সময়োপযোগী পদক্ষেপগুলো সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। একই সাথে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যবসাবাণিজ্যের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ক্রমান্বয়ে উন্নত দেশে উন্নীত করতে বর্তমান সরকারের প্রচেষ্টার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংকের এই ইতিবাচক পদক্ষেপের জন্য মাহবুবুল আলম চেম্বার তথা সারা দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদকে সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া আগামী অর্থবছরে ৭.৮ শতাংশ জিডিপি অর্জন ও কাক্সিত বিনিয়োগ বৃদ্ধিতে এ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরো সংবাদ



premium cement