০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ব্যাটারিসহ দুই মাইক চোর আটক

- ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ শুক্রবার রাতে উপজেলার সাপলেজা ও আমরাগাছিয়া গ্রাম থেকে সোহাগ (২৫) ও সৌরভ মিস্ত্রী (১৯) নামে দুই মাইক চোর ধরে থানায় সোপর্দ করে।

এ সময় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যের স্বীকারোক্তি মোতাবেক তিনটি মাইক সেট ও একটি ব্যাটারীও উদ্ধার করে।

চোর চক্রের সদস্য সোহাগ উপজেলার মধ্য সোনাখালী গ্রামের নাছির জমাদ্দারের ছেলে ও সৌরভ দক্ষিন সোনাখালী গ্রামের সুভাষ মিস্ত্রীর ছেলে।

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, সোহাগ ও সৌরভ চিহ্নিত চোর চক্রের সদস্য। এদের কাছে  গত ৯ অক্টোবর উপজেলার ভীম-নলী বাজারের একটি ডেকোরেটর ও মাইক সার্ভিসের দোকানের চুরি হওয়া মাইক সেট ও ব্যাটারী পাওয়া গেছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, উপজেলার ভীম-নলী বাজারের একটি ডেকোরেটর ও মাইক সার্ভিসের দোকানের মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে সোহাগ ও শৌরভসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৬ জনকে আসামি করে একটি চুরি মামলা করে। গ্রেফতারকৃত  আসামিদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।


আরো সংবাদ



premium cement