০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


দুমকিতে পুলিশের লাঠিপেটায় বিএনপির নির্বচনী সভা পণ্ড

আহত ১০ । মোটরসাইকেল আটক
দুমকিতে পুলিশের লাঠিপেটায় বিএনপির নির্বচনী সভা পণ্ড -

পটুয়াখালীর দুমকিতে পুলিশের লাঠিপেটায় বিএনপির নির্বাচনী প্রস্তুতিসভা পণ্ড হয়ে গেছে। পুলিশের আকস্মিক লাঠিচার্জে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির। পুলিশি হামলা ও ভাঙচুরে সভা পণ্ডের পর অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের জনৈক মোয়াজ্জেম তালুকদারের ভাড়া বাড়ির উঠানে নির্বাচনী প্রস্তুতিসভা চলাকালে পুলিশি হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশের পক্ষ থেকে অবশ্য হামলা ও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে বলা হয় বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের হট্টগোল থামাতে গেলে সভা পণ্ড হয়েছে। পরিত্যক্ত অবস্থায় ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে উপজেলা বিএনপি সভাপতি মো: খলিলুর রহমানের ভাড়া বাড়ির (গ্রামীণ ব্যাংক সড়কে মোয়াজ্জেম তালুকদারের বাড়ি) উঠানে নির্বাচনী প্রচারণার এক প্রস্তুতিসভা চলছিল। ওই সভাস্থলে আকস্মিক পুলিশ হামলা ও চাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে ।

উপজেলা বিএনপির সভাপতি খলিলুর জানান, কোন কারণ ছাড়াই দুমকি থানা পুলিশ সভাস্থলে হামলা ও লাঠিচার্জ করে সভা পণ্ড করে দিয়েছে। পুলিশি হামলায় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দিগদ্বিগ ছুটাছুটি করে চলে যাওয়ার পর সভাস্থলের আসবাবপত্র ভাংচুর করা হয় এবং নেতা-কর্মীদের ১০ থেকে ১৫টি মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়। এতে আমিসহ ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী কমবেশি আহত হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পুলিশি হামলা ও লাঠিচার্জের কোন ঘটনাই ঘটেনি। বিএনপির সভাস্থলে আভ্যন্তরীণ দলীয় কোন্দলের হট্টগোলের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছুটাছুটি ও হুড়াহুড়িতে কেউ আহত হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল