২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ব্রহ্মপুত্র নদ খননের বালু দিয়ে পাকুন্দিয়ায় ফসলি জমি ভরাটের দাবি

ব্রহ্মপুত্র নদ খননের দৃশ্য : নয়া দিগন্ত -

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সরকারিভাবে ব্রহ্মপুত্র নদ খনন শুরু করেছে বিআইডব্লিউটিএ। নদ খননের বালু দিয়ে ফসলি জমি ভরাটের দাবি জানিয়েছেন কৃষকেরা। ব্রহ্মপুত্রের ভাঙনে জমিজমা ও বাস্তুভিটা হারা দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আবেদনের মাধ্যমে এ দাবি জানিয়েছেন।
ব্রহ্মপুত্রের পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, উপজেলার চরকাওনা-মুনিয়ারীকান্দা গ্রামের দুই শতাধিক পরিবার ব্রহ্মপুত্র নদের ভাঙনে সহায়-সম্বলহীন হয়ে পড়েছে। তাদের শতাধিক একর ফসলি জমি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। তারা এখন অসহায় ও নিঃস্ব। জমিজমা ও বসতভিটা হারিয়ে ওই দুই শতাধিক পরিবার এখন ব্রহ্মপুত্র পাড়ের একটি সরকারি সড়কের ওপর ছোটছোট ঘর নির্মাণ করে মানবেতর জীবনযাপন করছে। তাদের দাবি নদীভাঙনের কবলে পড়ে তাদেরই কিছু ফসলি জমি দেবে নিচু হয়ে গেছে। ওই নিচু হয়ে যাওয়া জমিতে ব্রহ্মপুত্র নদ খননের বালু দিয়ে ভরাট করে দিলে সেখানে তারা ঘর নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের পাকুন্দিয়া উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অংশটুকুর খননকাজ শুরু হয়েছে। চলতি অক্টোবর মাস থেকে খননকাজ শুরু করে বিআইডব্লিউটিএ। ব্রহ্মপুত্র নদের খননকালে ওই বালু নদের পাড়ে সরকারি খাস জমিতে স্তূপ করে রাখা হচ্ছে। রাজস্ব খাতের আয় বাড়ানোর জন্য পরবর্তীতে দরপত্র আহ্বানের মাধ্যমে তা বিক্রি করা হবে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, গত বছর ব্রহ্মপুত্র নদ খননের জরিপ টিম এলাকা পরিদর্শন করে গেছে। এ সময় তারা ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে পড়ে দেবে যাওয়া ও নিচু হয়ে যাওয়া জমিগুলো ফিতা দিয়ে মেপে পরিমাপ করে। তখন তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের দেবে যাওয়া জমিগুলো বালু দিয়ে ভরাট করে দেয়ার আশ^াস ও প্রতিশ্রুতি দিয়েছিল। এই আশ^াস পেয়ে ক্ষতিগ্রস্ত লোকজন নিরাপদ বাসস্থান নির্মাণ এবং কৃষিকাজ করার আশায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু চলতি অক্টোবর মাসে ব্রহ্মপুত্র খননের কাজ শুরু হলেও ওই নিচু এলাকা ভরাট না করে অন্য এক জায়গায় বালু স্তূপ করে রাখা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত লোকজন নিরাশ হয়ে হতাশায় ভুগছেন।
ব্রহ্মপুত্র পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষক চরকাওনা গ্রামের নজরুল ইসলাম জানান, ব্রহ্মপুত্রের পাড়ে জেলা বোর্ডের একটি সড়কের ওপর ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। তারা ৫০বছর ধরে ওই সড়কের ওপর ছোটছোট ছাপড়া ঘর নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় প্রশাসন যদি তাদের ওই নিচু জমিগুলো বালু দিয়ে ভরাট করে দেয় তাহলে সেখানে ক্ষতিগ্রস্ত লোকজন ঘর নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে থাকতে পারতেন। বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাহিদ হাসান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের লিখিত আবেদনটি পেয়েছি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২ জর্ডান ও ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের মার্কিন ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০ নির্বাচনের আগে ‘সিএএ’ চালু করে ভোট টানার কৌশল ব্যর্থ বিজেপির ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত আজ ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী গ্রেফতারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ অব্যাহত হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয়

সকল