২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বেতবুনিয়ায় মানববন্ধন

-

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে কাউখালীতে মানববন্ধন করেছে বেতবুনিয়ার ৫০ ঊর্ধ্বদের সংগঠন অগ্রজ নাগরিক সমাজ। সোমবার সকাল ১১টায় উপজেলা সদরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, অগ্রজ নাগরিক সমাজের সাধারণ সম্পাদক এম এ হামিদ, ডা: অংহলাপ্রু মারমা, ডা: রবি কুমার চাকমা, আব্দুল মান্নান লিডার, জহির আহাম্মদ চৌধুরী, লোকমান তালুকদার ও মাস্টার ক্যাথোয়াইপ্রু মারমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনোরকম আগাম নোটিশ ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে জনগণকে একপ্রকার জিম্মি করে রাখা হয়েছে। তারা বলেন, প্রচণ্ড গরমে বিদ্যুৎবিহীন বেতবুনিয়ার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। কাউখালীর সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও সামান্য বৃষ্টিতে বেতবুনিয়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে দিনের পর দিন।
অভিযোগের বিষয়ে বেতবুনিয়া বিদ্যুৎ সরবরাহে আবাসিক প্রকৌশলী এস এম তৈয়ব হাসান জানান, ঘাগড়া থেকে বেতবুনিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ রয়েছে। বর্ষা মওসুমে অতিবৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটিসহ নানা ধরনের ত্রুটি দেখা দিতে পারে। গভীর জঙ্গলে ভেতর দিয়ে যাওয়া দীর্ঘ লাইনের ত্রুটি-বিচ্যুতি বের করতে সময়ের দরকার হয়।

 


আরো সংবাদ



premium cement