২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

-

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গত বৃহস্পতিবার দু’দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে সৌজন্য সভায় রামগড় ৪৩ বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো: আব্দুল হাইয়ের নেতৃত্বে সৌজন্য সম্মেলনে ১৬ সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেনÑ ৪৩ বিজিবির রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম, ২৩ বিজিবির যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মো: মাহমুদুল হক, ৪০ বিজিবির পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মো: সাইফুল্লাহ মিরাজুল ইসলাম, ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর হুমায়ন কবির, গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসাইন সাদেক বিন সৈয়দ, গুইমারা সেক্টরের স্টাফ অফিসার মেজর হামিদুর রহমানসহ বিজিবির সুবেদাররা।
এ দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নেতৃত্ব দেন, উদয়পুর সেক্টর কমান্ডার ডিআইজি মো: জামিল আহমেদ। এ সময় ১৪ সদস্যের ওই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেনÑ ৬৬ বিএসএফের কমান্ডার রাজিব কুমার, ৪৩ বিএসএফের কমান্ডার দিনেশ কুমার, ৩১ বিএসএফের ডেপুটি কমান্ডার আর এস রাহোর-সহ বিভিন্ন বিওপির কমান্ডারর।
সম্মেলন সূত্রে জানা যায়, দু’দেশের সেক্টর পর্যায়ে বৈঠকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত সমস্যা যেমন, অবৈধ সীমান্ত পারাপার, সীমান্তে গরু চুরি, নারী ও শিশু এবং মাদকদ্রব্য পাচার, ভারতীয় কর্তৃপক্ষ অবৈধভাবে ৩৬টি মোটর পাম্প স্থাপনের মাধ্যমে সীমান্তের অভিন্ন ফেনী নদী থেকে পানি উত্তোলন, ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশের সীমান্তে ভারতের অভ্যন্তরে এক সারিবিশিষ্ট কাঁটা তারের বেষ্টনী স্থাপন নিয়ে আলোচনা হয়।


আরো সংবাদ



premium cement