২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাটগ্রাম উপজেলায় দুই পদেই একক প্রার্থী

-

লালমনিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাই শেষে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দু’জন প্রার্থী।
তারা হলেনÑ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুহুল আমিন বাবুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে দু’জনকে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রুহুল আমিন বাবুল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিবেন। তিনি ওই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। লতিফা আক্তার এর আগে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত রুহুল আমিন বাবুল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়াজেদুল ইসলাম শাহীন মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম যাচাই বাছাইয়ে বিধিমত ভোটারদের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীনের মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদের তিনজন প্রার্থীর মধ্যে দু’জনের আয়কর ফরম ঠিক না থাকায় মনোনয়ন বাতিল করেন।
এরই মধ্য দিয়ে পাটগ্রাম উপজেলার দু’জন চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
তবে বাতিল ঘোষিত স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীন অভিযোগ করে বলেন, বিধিমত ২৫০ জন ভোটারের স্বাক্ষর সংবলিত কয়েকটি কাগজসহ মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু এখন ১২ জনের স্বাক্ষর কম দেখিয়ে তাকে অনৈতিকভাবে বাতিল করা হয়েছে। এ নিয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল আলম জানান, বিধিমত ভোটার সংখ্যার এক শতাংশ হিসেবে ২৫০ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু ওই প্রার্থীর মনোনয়নে মাত্র ২৩৮ জনের সাক্ষ মো: ইকবালর পাওয়া গেছে। তাই বিধিসম্মত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল