২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চিতলমারীতে টমেটো চারার ন্যায্যমূল্য না পেয়ে হতাশা

-

বাগেরহাটের চিতলমারীতে উৎপাদিত টমেটো চারার ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা হতাশ হয়ে পড়ছেন। এ বছর অর্ধেকেরও কম দামে চারা বিক্রি করতে হচ্ছে। ফলে উৎপাদন ব্যয় উঠবে কি না এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ১০ হাজারের বেশি টমেটোচাষি রয়েছেন। প্রতি বছর টমেটোর মওসুমে এখানে লাভলী, হাইটম, বিপুল ও বিজলীসহ বিভিন্ন জাতের টমেটোর চাষ হয়। এ অঞ্চলের টমেটো দেশের বিভিন্ন এলাকার চাহিদা মিটিয়ে থাকে।
গত বুধবার চিতলমারী উপজেলা সদরের হাটে আগত কৃষক সুষেন কান্তি মণ্ডল বলেন, ১৭ শতক জায়গায় চারা বানিয়ে গত বছর লাভ করি প্রায় দুই লাখ টাকা; কিন্তু এ বছর যে কী হবে তা বুঝতে পারছি না। আজকের হাটে প্রতি পোন চারা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
চরবানিয়ারী ইউনিয়নের কেস্টনগর গ্রামের কৃষক চিত্তরঞ্জন বসু বলেন, কয়েক বছর ধরে নিজের জমিতে চারা রোপণের পর অতিরিক্ত চারা তিনি বিক্রি করেন; কিন্তু এবার চারার যা দর তাতে লোকসান গুনতে হবে। বৃষ্টি কম, ফলে উৎপাদিত টমেটোর চারার ন্যায্যমূল্য না পেয়ে তারা হতাশ হয়ে পড়ছেন।

 


আরো সংবাদ



premium cement