০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


মান্দায় মাদরাসা শিক্ষকের পিটুনিতে এক ছাত্রের মৃত্যু, সুপার আটক

-

নওগাঁর মান্দা দোসূতী মাদরাসার শিক্ষকের বেধরক পিটুনিতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শ্রেণীর ফয়সাল হোসেন নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনায় মাদরাসার সুপার বিন-ইয়া আমিনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টায় দোসূতী মাদরাসায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জয়নাল আবেদীন চিঠি দিয়েছে বলে অভিযোগ করে ওই ছাত্রী। এমন অভিযোগে সুপার বিন-ইয়া আমিন, সহকারী শিক্ষক হারুনুর রশিদ ও আবদুর রাজ্জাক ওই মাদরাসার জয়নাল আবেদীন ও ফয়সাল হোসেনকে লাঠি দিয়ে পিটুনী দেন। পিটুনীতে শিক্ষার্থী দুইজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জয়নাল আবেদীনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
মান্দা থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। এ ব্যাপারে মাদরাসার সুপার বিন-ইয়া আমিনকে আটক করা হয়েছে। অপর দুই শিক্ষক পলাতক রয়েছেন।


আরো সংবাদ



premium cement