০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


দক্ষিণ আফ্রিকায় ৪ বছরে ৪০০ বাংলাদেশী নিহত

দক্ষিণ আফ্রিকায় ৪ বছরে ৪০০ বাংলাদেশী নিহত - ছবি : সংগৃহীত

ব্যবসা ও টাকা নিয়ে বিরোধ, বিয়েবহির্ভূত সম্পর্ক, ব্যক্তিগত বিবাদ ইত্যাদি কারণে দক্ষিণ আফ্রিকায় গত চার বছরে চার শ’র বেশি বাংলাদেশীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাব্বির আহমেদ চৌধুরী৷

তবে নিহত অনেকের পরিবার মৃত্যুর বিষয় জানান না বলে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে বার্তা সংস্থা এএফপিকে জানান তিনি৷ বিবাদ মেটাতে বেশিরভাগ বাংলাদেশী ‘স্থানীয় গুন্ডা ভাড়া' করেন বলেও জানান রাষ্ট্রদূত৷

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় বিদেশি শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে৷ বাংলাদেশীদের দোকানেও হামলা হয়েছে৷
বাংলাদেশের ঠিক কতজন নাগরিক প্রবাসে আছেন তার সঠিক পরিসংখ্যান নেই৷ বিএমইটি-র হিসাবে ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত এক কোটি ২৬ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য দেশের বাইরে পাড়ি জমিয়েছেন৷ তবে কতজন ফিরে এসেছেন সেই পরিসংখ্যান নেই সেখানে৷

খলিল মিয়া নামে এক অভিবাসী বাংলাদেশী জানিয়েছেন, স্থানীয়রা তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে থাকে৷ ‘‘যদিও আমরা তাদের চাকরি নিচ্ছি না, তবুও তারা আমাদের বন্দুক নিয়ে হামলা করে,'' বলেন তিনি৷

জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশীদের নেতা আব্দুল আওয়াল তানসেন বলেন, ‘‘অনেক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়৷ কিন্তু বিচার চাওয়া তো দূরের কথা, আমরা সেগুলো কাউকে জানাইনি, কারণ, আমাদের অনেকেই এখানে অবৈধভাবে বাস করছেন৷''

চলতি শতকের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীদের অভিবাসন শুরু হয়৷ এখন প্রায় তিন লাখ বাংলাদেশী সে দেশে বাস করছেন৷ তাদের অনেকেই অবৈধভাবে আছেন৷ অনেক বাংলাদেশী মুদি দোকান দিয়েছেন৷

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ৮৮ জন বাংলাদেশীর লাশ দেশে পাঠানো হয়েছে৷ ২০১৫ সালের জানুয়ারি থেকে সংখ্যাটি মোট ৪৫২৷ ‘‘এখানে যারা মারা গেছেন তাদের প্রায় ৯৫ শতাংশই হত্যার শিকার হয়েছেন৷ অনেককেই তাদের দোকানে গুলি করা হয়েছে,'' বলে জানান দূতাবাসের এক কর্মকর্তা৷
সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল