২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরস

এস জেড এইচ এম ট্রাস্টের ৭ দিনব্যাপী কর্মসূচি পালন

-

হজরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩১তম ওরস উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৪ অক্টোবর শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটিগুলোর ব্যবস্থাপনায় নিজ নিজ এলাকার মসজিদে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান। গত ৫ অক্টোবর বিকেল ৫টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ও মুসলিম উম্মাহ’ শীর্ষক সেমিনার। ৬ অক্টোবর ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন নিজ নিজ প্রতিষ্ঠানে শাহানশাহ্্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক:) জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা। ৭ অক্টোবর ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন নিজ নিজ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্রছাত্রীদের নীতিনৈতিকতাবিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা। ১০ অক্টোবর ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানায় ছাত্রছাত্রীদের একবেলা খাবার সরবরাহ। ১১ অক্টোবর ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যসংবলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী, নগরীর মুরাদপুর হতে মাইজভাণ্ডার পর্যন্ত বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, উপদেশমূলক, দিক-নির্দেশনাসংবলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জল, ওজু ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা। ১২ অক্টোবর সকাল ৬টায় পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে সাত দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।


আরো সংবাদ



premium cement