০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমুদ্র সৈকতের কাছে গুলি, আহত ৯

ফ্লোরিডায় সমুদ্র সৈকতের কাছে গুলি, আহত ৯ - ছবি : সংগৃহীত

ফ্লোরিডার হলিউডে একটি সমুদ্র সৈকত ভ্রমণ এলাকায় বন্দুকধারীর গুলিতে ৯ জন আহত হয়েছেন। যেখানে স্মৃতি দিবসে জনাকীর্ণ সৈকতে লোকজন উন্মত্তভাবে ছুটে যায়।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেচি বলেছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেমোরিয়াল হেলথকেয়ার সিস্টেমের মুখপাত্র ইয়ানেট ওবারিও সানচেজের মতে, আহত ৯ জনের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু রয়েছে। তিনি বলেন, আহতদের সবার অবস্থা স্থিতিশীল।

হলিউডের মেয়র জোশ লেভি এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের গুলির শিকারদের সাহায্য করার জন্য তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য ভাল সামারিটান, প্যারামেডিক, পুলিশ ও জরুরি কক্ষের ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ।’

হলিউড বিচ হলো একটি জনপ্রিয় সমুদ্র সৈকত গন্তব্যস্থল ফোর্ট লডারডেলের প্রায় ১১ মাইল (১৭ কিলোমিটার) দক্ষিণে এবং মিয়ামি থেকে ২০ মাইল (৩২ কিলোমিটার) উত্তরে। স্মৃতি দিবসের ছুটির কারণে সমুদ্র সৈকতে স্বাভাবিকের চেয়ে বেশি দর্শনার্থী দেখার আশা করা হয়েছিল।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement