২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

৯/১১ দলিল প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানালো সৌদি

টুইন-টাওয়ারে হামলা - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের দূতাবাস নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ঘটনায় অপ্রকাশিত দলিলাদি উন্মুক্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বুধবার দূতাবাস থেকে এই বিবৃতি প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, '২০ বছর আগের ওই ভয়াবহ দিনটির পর থেকে, সৌদি আরবের নেতৃত্ব ক্রমাগতভাবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের যাবতীয় দলিলাদি প্রকাশের আহ্বান জানিয়ে আসছে।'

পাশাপাশি দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়, হামলার সাথে সৌদি আরবকে জড়িয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণভাবে মিথ্যা।

এর আগে ৩ সেপ্টেম্বর নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলা সংশ্লিষ্ট অপ্রকাশিত থাকা দলিলাদি প্রকাশের জন্য মার্কিন বিচার বিভাগের প্রতি নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নগরী নিউইয়র্কে টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মাটিতে সমকালীন ইতিহাসের বিরলতম এই হামলা সাধারণ ভাবে '৯/১১ সন্ত্রাসী হামলা' হিসেবে পরিচিতি পেয়েছে। হামলায় মোট দুই হাজার নয় শ' ৭৭ জন নিহত হয়।

সৌদি নাগরিকদের যুক্ত থাকার কারণে হামলার সাথে সৌদি আরবের সংশ্লিষ্টতার বিষয়ে অনেকেই অভিযোগ করেন।

সূত্র : সৌদি গেজেট


আরো সংবাদ



premium cement