৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আমেরিকার দুঃস্বপ্নের কারণ হবে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০

আমেরিকার দুঃস্বপ্নের কারণ হবে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০ -

চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০তে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্থাপন করা হয়েছে। এর ফলে দুই আসনবিশিষ্ট এ যুদ্ধবিমান হামলার কাজে নিজের নিয়ন্ত্রণে থাকা কিছু ড্রোনও ব্যবহার করতে পারবে যা শত্রুর জন্য ‘প্রকৃত দুঃস্বপ্ন’ হয়ে উঠবে।

চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।

দৈনিকটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাইলবিহীন বিমান বা ড্রোনগুলো শত্রুর যুদ্ধবিমানগুলোকে ফাঁদে ফেলার জন্য চমৎকার টোপ হিসেবে ব্যবহৃত হবে।’ সেইসাথে এসব ড্রোন শত্রু পক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালাতে পারবে। ফলে আকাশ যুদ্ধে ড্রোন ব্যবহার করে শত্রুর ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হবে।

সাউথ চায়না মর্নিং পোস্ট আরো জানিয়েছে, এখন থেকে দুই বছর পর জে-২০ যুদ্ধবিমানে রুশ ইঞ্জিনের পরিবর্তে চীনে তৈরি ইঞ্জিন বসানো হবে। চীনা দৈনিকটি এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement