০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ক্যাপিটল সহিংসতা তদন্তে স্বাধীন কমিশন গঠন করবে মার্কিন কংগ্রেস

স্পিকার ন্যান্সি পেলোসি - ছবি : বিবিসি/রয়টার্স

যুক্তরাষ্ট্রের আইন পরিষদ কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি সোমবার জানিয়েছেন, গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তদন্তের জন্য দুই দলের বাইরে স্বাধীন তদন্ত কমিশন গঠন করবে কংগ্রেস।

আইন পরিষদের সদস্যদের কাছে দেয়া এক চিঠিতে তিনি বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে হামলায় গঠিত তদন্ত কমিশনের মতোই এই কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, ‘এই ঘটনা কীভাবে ঘটেছে, সেই সত্য অবশ্যই আমাদের জানতে হবে।’

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্যাপিটল সহিংসতায় উস্কানির অভিযোগে অভিশংসন করা হয়। নিম্নকক্ষে তিনি অভিশংসিত হলেও উচ্চকক্ষ সিনেটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় শাস্তি থেকে অব্যাহতি পান তিনি।

এর আগে ৬ জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমাবেশে বক্তব্যের পর ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে প্রবেশ করে সহিংসতা চালান। ওই সময় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অনুমোদনের জন্য কংগ্রেসের দুই কক্ষের সদস্যদের যৌথ অধিবেশন চলছিল। ক্যাপিটল হিলে ওই সহিংসতায় পাঁচজন প্রাণ হারান।

স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাসেল হোনোর বিগত কয়েক সপ্তাহ ক্যাপিটল হিলে সংগঠিত ঘটনার নানা দিক তদন্ত করছেন। তার বাইরে কংগ্রেসের সিদ্ধান্তে একটি স্বাধীন কমিশন গঠনের ব্যাপারে আইনপ্রণেতাদের মধ্যে একধরনের মতানৈক্য সৃষ্টি হয়েছে।

স্পিকার পেলোসি তাঁর চিঠিতে বলেছেন, কমিশন আমেরিকার অভ্যন্তরীণ উগ্রবাদীদের তৎপরতা, ৬ জানুয়ারির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা নিয়ে তদন্ত করবে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
উপজেলা নির্বাচনে দেড় লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন অপরাধীরা পুলিশ, সাংবাদিক লেখা স্টিকার বেশি ব্যবহার করে ভারতের কাছে টানা চতুর্থ হার বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে পৃথক দুটি অর্থনৈতিক অঞ্চল চান ব্যবসায়ীরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি জার্মানির স্কুলে সহিংসতা বাড়ছে কেনিয়ায় বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ২২৮ ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত চট্টগ্রামে কালবৈশাখীর ছোবল, ৩ ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু

সকল