০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


শিগগিরই ইউরোপে সেনা পুনঃমোতায়েন পরিকল্পনা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

-

যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে জার্মানি থেকে সেনা প্রত্যাহারসহ ইউরোপে মার্কিন বাহিনীর পুনঃমোতায়েন পরিকল্পনা ঘোষণা করবে। যুক্তরাষ্ট্র এবং জার্মানি উভয় দেশের সূত্র এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনের শেষ দিকে জার্মানি থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেন এবং এটি প্রথমে কংগ্রেসে ও পরে ন্যাটো মিত্রদের কাছে উপস্থাপনের কথা ছিল।

‘চলতি সপ্তাহে আমেরিকা ও জার্মানি সমন্বিতভাবে এই পরিকল্পনা ঘোষণা করবে।’ উল্লেখ করে জার্মান প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র বলেন, ‘এটি একটি জটিল বিষয়, এর সাথে একাধিক দেশ ও সরকার জড়িত।’

পেন্টাগনের মুখপাত্র নিশ্চিত করেন যে, চলতি সপ্তাহের মাঝামাঝি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে।

আমেরিকান সেনা উপস্থিতিতে জার্মানি লাভবান হচ্ছে, এই অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প গত ১৫ জুন জার্মানি থেকে সৈন্য হ্রাসের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, জার্মানি থেকে সৈন্য হ্রাস করে সাবেক সোভিয়েত ব্লকের দেশগুলোতে পুনঃমোতায়েন করা হবে। এর মাধ্যমে ২০১৪ সালে ক্রিমিয়া দখলের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ান সেনাবাহিনীর আগ্রাসনের চাপ মোকাবিলা করা হবে।


আরো সংবাদ



premium cement