১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সুনক

ঋষি সুনক - ছবি : সংগৃহীত

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনক। তিনিই হবেন দেশটির ইতিহাসে প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী।

লড়াই থেকে পেনি মরড্যান্ট সরে যাওয়ার পরেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসনে বসার ক্ষেত্রে ঋষি সুনকের পথ পরিষ্কার হয়ে যায়। এবার শুধু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সতীর্থ সাংসদদের থেকে ১০০টি মনোনয়ন জোগাড় করতে পারেননি মরড্যান্ট। অর্থাৎ ১০০ জন সাংসদের সমর্থন জোগাড় করতে পারেননি। সেজন্য লড়াই থেকে সরে গিয়েছেন।

প্রভাবশালী ১৯৯২ কমিটির চেয়ারম্যান বলেন, ‘তাই কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে নির্বাচিত হলেন ঋষি সুনক।’

এদিকে, সাবেক অর্থমন্ত্রী সুনককে ‘সম্পূর্ণ সমর্থন’ করবেন বলে জানিয়েছেন মরড্যান্ট।

সূত্র : হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement