১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাটোরে হিরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোরে হিরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন - প্রতীকী ছবি

নাটোরে হিরোইন বহনের দায়ে আবু তালেব (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবু তালেব চাঁপাইনবাবগঞ্জ সদরের বার রশিয়া গ্রামের আব্দুল হকের ছেলে।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ১২ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশ কাছিকাটা টোল প্লাজায় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশির সময় দণ্ডপ্রাপ্ত যুবকের কাছ থেকে ৮০ গ্রাম হিরোইন পাওয়া যায়। ওই ঘটনায় মামলা দায়েরের দু’বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে মঙ্গলবার এই রায় দেয়া হয়।


আরো সংবাদ



premium cement