০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ব্রিটেনে দ্বিতীয় দফা করোনা সংক্রমণে ১ লাখ ২০ হাজার লোকের মৃত্যুর আশঙ্কা

-

ব্রিটেনে এবারের শীতে দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণে ‘সঙ্কটজনক পরিস্থিতিতে’ শুধু হাসপাতাল গুলোতেই ১ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হতে পারে। বিজ্ঞানীরা মঙ্গলবার এ বিষয়ে হুঁশিয়ার করেছেন।

সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভাললানসি পরিচালিত দ্য অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্সের রিপোর্টে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালগুলো ইতোমধ্যেই মৌসুমি ফ্লু মোকাবেলা করছে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ চলমান প্রাদুর্ভাবকে ছাপিয়ে যেতে পারে। এর ফলে সামনের সেপ্টেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ১ লাখ ২০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারে।

এই বৈজ্ঞানিক মডেলিংয়ে কেয়ার হোম এবং বৃহত্তর সামাজিক স্তরে মৃত্যুর হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি এবং মনে করা হচ্ছে সরকার দ্বিতীয় দফা সংক্রমণ রোধে কোনো ব্যবস্থা নেবে না।

প্রথম দফায় ব্রিটেনে করোনাভাইরাসে ৪৫ হাজার লোকের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইউরোপে সর্বোচ্চ এবং বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয়।


আরো সংবাদ



premium cement