০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণ আজ

-

বহুল আলোচিত ব্রেক্সিটের খসড়া চুক্তি নিয়ে আজ ভোট হতে যাচ্ছে ব্রিটেনের আদালতে। এ নিয়ে গোটা ব্রিটেনে টান টান উত্তেজনা বিরাজ করছে। কী হবে ব্রিটেনের অবস্থান?

বিরোধী লেবার পার্টি তো বটেই, নিজ দল টোরির অনেক সংসদ সদস্যের বিরোধিতার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের তৈরি করা ব্রেক্সিট চুক্তির ওপর আজ মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ভোটগ্রহণ হবে।

বিলটি নিয়ে প্রচণ্ড চাপের মুখে থাকা ব্রিটেনের প্রধানমন্ত্রী শেষ মুহূর্তেও ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। খসড়া এই চুক্তিটি পাস না হলে পার্লামেন্টে অচলাবস্থা তৈরি হবে, যা থেকে জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলেও এক বক্তব্যে উল্লেখ করেছেন তিনি।

সোমবার বিকেলে শেষবারের মতো থেরেসা মে তার এমপিদের ব্রেক্সিটের পক্ষে ভোট দিতে আহ্বান জানান, যেখানে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়া এবং ইইউর সাথে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

এর আগে হাউস অব কমন্সে থেরেসা মে বলেছিলেন, ‘এটি নিখুঁত নয়, তবে যখন ইতিহাসের বইগুলো লেখা হবে, মানুষ এই হাউজের সিদ্ধান্তটি সম্পর্কে জানবে এবং জিজ্ঞেস করবে, আমরা কি দেশের স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার জন্য ভোট দিয়েছি? আমরা কি আমাদের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষা করেছি? নাকি আমরা আমাদের দেশের মানুষকে অবহেলা করেছি?’

‘ব্রিটেন এক্সিট’ নামটিকে সংক্ষেপে ব্রেক্সিট বলা হয়। যার অর্থ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া।

ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের মানুষ একে অন্যের দেশে যেতে পারেন। একসাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে। তা ছাড়া এই ইউনিয়নভুক্ত দেশের মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাসও করতে পারে।


আরো সংবাদ



premium cement
ফোনে লাদেনের ছবি, আইএসআইএসের পতাকা থাকা মানেই উগ্রবাদী নয় : দিল্লির হাইকোর্ট কুমিল্লার ৩ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল গ্রেফতার কাউখালীতে চেয়ারম্যান সামশু, ভাইস চেয়ারম্যান নিংবাইউ বান্দরবান সদরে বিএনপি ঘরানার আব্দুল কুদ্দুস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক কুষ্টিয়ায় আতাউর ও খোকসায় মাসুম নির্বাচিত মেহেরপুর সদরে আনারুল, মুজিবনগরে আমাম হোসেন বিজয়ী দিরাই উপজেলায় প্রদীপ রায়, শাল্লায় অবনী মোহন বিজয়ী প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্রনীতি : মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব

সকল