২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আরকানের পদত্যাগ, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর কারাহান

হাফিজ গায়ে আরকান - ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান দেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে ফাতিহ কারাহানকে নিয়োগ করেছেন। তিনি ব্যাংকটির ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গভর্নর হাফিজ গায়ে আরকান একটি মিডিয়া স্ক্যান্ডাল থেকে তার পরিবারকে রক্ষা করার প্রয়াসের অংশ হিসেবে পদত্যাগ করেন।

শনিবার নতুন গভর্নরকে নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন গভর্নর কারাহান যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইল জায়ান্ট আমাজনের সাবেক সিনিয়র অর্থনীতিবিদ।

উল্লেখ্য, আরকান ছিলেন তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী প্রধান। তিনি গত বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর মুদ্রাস্ফীতি হ্রাসের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার এই উদ্যোগের সুফল দেখা যাচ্ছিল।

পদত্যাগ করার বিবৃতিতে আরকান বলেন, 'আমাদের অর্থনৈতিক কর্মসূচি ফল দিতে শুরু করেছে।
তিনি বলেন, আমার পরিবার এবং এমনকি আমার সাড়ে তিন বছরের নির্দোষ সন্তানকে রক্ষা করার জন্য এবং আমি প্রেসিডেন্টকে বলেছি আমাকে ক্ষমা করতে এবং আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে।

গত মাসে বিরোধী দলের সংবাদপত্র সোজকু একটি প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মীর কথা প্রকাশ করে। এতে বলা হয় যে আরকানের বাবা অন্যায়ভাবে তাকে চাকরিচ্যুত করেছিলেন।

ওই সময় আরকান বলেছিলেন, তাকে আক্রমণ করে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

প্রেসিডেন্ট এরদোকান পরে বলেছিলেন, অর্থনৈতিক যে অগ্রগতি হচ্ছে, তা ভণ্ডুল করার জন্য এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement